এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের হরিরামপুরে ঝুলন্ত দেহ উদ্ধার,পারিবারিক অশান্তিতেই আত্মহত্যা?

Published on: July 16, 2020 । 3:38 PM

নিজস্ব সংবাদদাতা:দাসপুর থানার হরিরামপুরে গাছের মগডালে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আজ বৃহস্পতিবার সকালে দাসপুর ১ ব্লকের হরিরামপুর থেকে দেহটি উদ্ধার করেছে দাসপুর পুলিশ। দেহটি ওই গ্রামেরই বছর ৪৮ এর নীলমনি ঘোষের বলে জানা গেছে।

হত্যা না আত্মহত্যার প্রশ্নে স্থানীয়দের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই আত্মহত্যা। মনে করা হচ্ছে পারিবারিক বিবাদের জেরে বুধবার রাতেই বাড়িথেকে বেরিয়ে বাড়ির পাশের লিচু গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিলেন নীলমনি বাবু। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭