হরিশপুর (বন্দর) খেয়া ঘাটে নৌকা থেকে স্কুটি পড়ল নদীতে

শ্রীকান্ত ভুঁইঞা:প্রাণের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার!সাত সকালেই দুর্ঘটনা,স্কুটি সহ চালক নৌকা থেকে পড়লেন নদীর জলে। স্থানীয়দের তৎপরতায় চালক ও স্কুটিটিকে জল থেকে তোলা হয়। আজ ১৮ জুন ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার হরিশপুরের বন্দর খেয়া ঘাটের। স্থানীয় উদ্ধারকারীদের থেকে জানা গেছে আজ বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ৭টা নাগাদ ওই ঘাট পার হবার সময় নৌকা থেকে চালক স্কুটি নিয়ে নদীতে পড়েন। ঘটনাটি খেয়া ঘাটের সামনে হওয়ায় সাথে সাথে চালকে তোলা সম্ভব হয়,স্কুটিও তোলেন তাঁরা। তবে মাঝ নদীতে এমন হলে ভয়ানক কিছু হতেই পারত। যাত্রীরা জানান এই ঘাটে খেয়া পারাপারে সাধারণ নিরাপত্তা টুকুও নেই,দেওয়া হয়নি লাইফ জ্যাকেটও। অথচ দিনভর এই ঘাটে হাজারেরও বেশি মানুষ পারাপার হচ্ছেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/