থিমের চমক নয়! বদলে সামাজিক মেলবন্ধনে ঢালোয়া কর্মসূচী নেয় গৌরা সর্বজনীন দুর্গোৎসব কমিটি

সুদীপ্ত শেঠ ও শ্রিকান্ত ভুঁইঞ্যা, গৌরা:  গৌরা সর্বজনীন দুর্গোৎসব এবারে সপ্তম বর্ষে পা দিল। গৌরা ইউনাইটেড ক্লাবের পরিচালনায় ও গ্রামবাসীদের সহযোগীতায় ওই পুজো হয়ে থাকে৷ স্বল্প বাজেটের পুজো হলেও পুজো নিয়ে স্থানীয়দের উৎসাহ থাকে চোখে পড়ার মতো৷ এবারের পুজো মন্ডপ তৈরি হচ্ছে পুরানো দালান বাড়ির আদলে৷ মন্ডপের সঙ্গে সাযুজ্য রেখে এক চালার সাবেকি প্রতিমা তৈরি করা হয়েছে৷ পুজোর চারদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন উদ্যোগতারা৷ অনুষ্ঠানকে কেন্দ্রকরে পুজোর দিনগুলিতে জমজমাট থাকে পুজো প্রাঙ্গন৷ অষ্টমীতে প্রায় চার হাজার পুন্যার্থী মায়েরা অঞ্জলি দেন। অঞ্জলি শেষে সকল পুন্যার্থীদের লুচি,সবজি,মিষ্টি খাওয়ানোর আয়োজন করেন কমিটির সদস্যরা৷ ওই কমিটির সদস্য উত্তম দন্ডপাট বলেন, দশমীতে এলাকার সকলকে মিষ্টিমুখ করানো আমাদের দুর্গোৎসবের প্রথা।দশমীর সন্ধ্যায় বাদ্যির সাথে সাথে মা-বোনেদের সিঁদুর খেলা পুজোকে অন্যমাত্রা দিয়েছে। পুজো কমিটির সম্পাদক জয়ন্ত পাল, কোষাধ্যক্ষ অমরজিৎ মাপারু একযোগে বলেন,[quote style=’1′ cite=”]পুজোকে সামনে রেখে প্রতি বছর কিছু না কিছু সামাজিক কাজ আমরা করে থাকি। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাড়ানো, বন্যাত্রানে সাহায্যের জন্য আগে থেকেই আলাদা ভাবে অর্থ বরাদ্ধ করে রাখা হয়। [/quote] পুজোকে সামনে রেখে প্রতি বছর কিছু না কিছু সামাজিক কাজ আমরা করে থাকি। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাড়ানো, বন্যাত্রানে সাহায্যের জন্য আগে থেকেই আলাদা ভাবে অর্থ বরাদ্ধ করে রাখা হয়। এবছরও আমরা দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেবো।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।