এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

এখনও জলহরিতে মিলে দৈত্যাকার রুই কাতলা

Published on: June 10, 2019 । 4:15 AM

চারিদিকে জল আর মাঝে ঘর,ঘাটাল মহকুমার ঐতিহাসিক লঙ্কাগড়ের জলহরি। নাড়াজোল রাজাদের আমলে তৈরি এই জলহরি। কথিত আছে,নাড়াজোলের রাজবাড়ির অন্দর মহল থেকে এই জল হরি পর্যন্ত ছিল গোপন সুড়ঙ্গ। সে সুড়ঙ্গ দিয়ে এই জলাশয়ের স্নানঘরে যাতায়াতের ব্যবস্থা ছিল।

সময়ের কালে মজেগেছে সে সুড়ঙ্গ! তবে এখনো আছে সেই স্নানঘর ও জলাশয়। এই বৃহদাকার গভীর জলাশয়ে ছিল রাজাদের পছন্দের রুই কাতলা মৃগেল।
রাজার আমলের মাছ না থাকলেও রাজার তৈরি পরিখায় আজও মিলে দৈত্যাকার রুই কাতলার মত বিভিন্ন প্রজাতির মাছ। মাছ ধরা যাদের নেশা তারা প্রায়ই এখানে ভিড় জমান। ছিপ দিয়ে মাছ ধরার জন্য এখানে আছে সুব্যবস্থা। তবে নেশার মূল্যও নেহাত কম নয়,সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এদের তৈরি মাচায় বসে ইচ্ছে খুশি বঁড়শি দিয়ে মাছ ধরার খরচ ২৫০০টাকার আসেপাশে। টাকা যাইহোক,রাজার হালে মাছ ধরতে দূর দূরান্ত থেকে মাছ শিকারীদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। মাছ শিকারের নেশা থাকলে একটু খোঁজনিয়ে বঁড়শি নিয়ে যেতেই পারেন ঘাটাল মেদিনীপুর সড়কের ধারে লঙ্কাগড়ের এই জলহরিতে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা