সুবর্ণজয়ন্তী বর্ষে খুঁটি পুজোতে থাকলেও এবারের পুজো দেখা হল না দাসপুর লঙ্কাগড় সর্বজনীন দুর্গোৎসবের প্রতিষ্ঠাতা ড.রজনীকান্ত দোলইয়ের। ১৯ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ মেদিনীপুরের রবীন্দ্রনগরের এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। প্রতিষ্ঠাতা নেই তাই পুজোর দায়িত্ব আরও বেড়েছে,রজনীবাবুর আত্মার শান্তিতে আমাদের পুজোয় আমরা কোনো খামতি রাখছি না,জানালেন রজনী বাবুর ছায়াসঙ্গী তথা এই পুজোর কোষাধ্যক্ষ দয়াময় মাইতি। এবারে কাঁথি-হরিপুরের শিব মন্দিরের আদলে মণ্ডপ সাজছে। প্রতীমায় নারায়নের বিশ্বরূপ দেখবে দর্শনার্থীরা।
আলোকসজ্জা উঠে আসবে স্ট্যাচু অফ লিবারটি ও রাজ্যের লোকসঙ্গীত। দশ লক্ষটাকার হাইবাজেটের এই পুজোয় নজর রাখবে ঘাটালবাসী আশাবাদী এই পুজোর সম্পাদক সত্যব্রত দোলই।