রজনীদোলইয়ের পুজোয় নিজে না থাকলেও তাঁর প্রতিষ্ঠিত লঙ্কাগড়ের সুবর্ণজয়ন্তী বর্ষের পুজোয় থাকছে চমক

সুবর্ণজয়ন্তী বর্ষে খুঁটি পুজোতে থাকলেও এবারের পুজো দেখা হল না দাসপুর লঙ্কাগড় সর্বজনীন দুর্গোৎসবের প্রতিষ্ঠাতা ড.রজনীকান্ত দোলইয়ের। ১৯ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ মেদিনীপুরের রবীন্দ্রনগরের এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। প্রতিষ্ঠাতা নেই তাই পুজোর দায়িত্ব আরও বেড়েছে,রজনীবাবুর আত্মার শান্তিতে আমাদের পুজোয় আমরা কোনো খামতি রাখছি না,জানালেন রজনী বাবুর ছায়াসঙ্গী তথা এই পুজোর কোষাধ্যক্ষ দয়াময় মাইতি। এবারে কাঁথি-হরিপুরের শিব মন্দিরের আদলে মণ্ডপ সাজছে। প্রতীমায় নারায়নের বিশ্বরূপ দেখবে দর্শনার্থীরা।

আলোকসজ্জা উঠে আসবে স্ট্যাচু অফ লিবারটি ও রাজ্যের লোকসঙ্গীত। দশ লক্ষটাকার হাইবাজেটের এই পুজোয় নজর রাখবে ঘাটালবাসী আশাবাদী এই পুজোর সম্পাদক সত্যব্রত দোলই।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।