আজ ঘাটাল মহকুমার পাঁচটি ব্লকের ১৭ টি সেন্টারে৮৪৭০ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষায় বসল। তাদের মধ্যে ছাত্রী রয়েছে ৪৯৮২জন। আর ছাত্র ৩৪৮৮ জন। আজকের পরীক্ষা নিয়ে সারা মহকুমা জুড়ে ছিল পুলিশি নিরাপর্তা, সতর্কতা এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। পরীক্ষাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে চরম উত্তেজনা। রিপোর্ট কুমারেশ চানক।
- ঘাটাল ব্লকের রাধানগর রয়েলস্টার ক্লাবে আজ ওই এলাকার১৪৮ জন টোটো মালিক নিয়ে টোটো ইউনিয়ান গঠন করা হল। আজকের ওই অনুষ্ঠানে ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রিপোর্ট বরুণ পণ্ডিত।
- ক্ষীরপাই হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আধ ঘন্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী। ওই ছাত্রীর নাম পুজা দাস। চন্দ্রকোণা কল্যাণশ্রী জ্ঞানদা দেবী স্কুল থেকে এবছর পরীক্ষা দিচ্ছিল সে। তড়িঘড়ি করে অসুস্থ ছাত্রীটিকে ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করা হয়। রিপোর্টে তনুপ ঘোষ।
- উপকার করাই নেশা, তাই রাস্তায় কুড়িয়ে পাওয়া স্মার্টফোন ফেরত দিলেন দাসপুরের যুবক রাজকুমার কুন্তী। হারিয়ে যাওয়া ফোন এভাবে ফিরে পেয়ে যারপরনাই খুশি ফোনের মালিক পাপু বেরা। উল্লেখ্য, রাজকুমারবাবু এর আগেও অনেকগুলি ফোন কুড়িয়ে ফেরত দিয়েছেন। রিপোর্টে সন্তু বেরা।
- সোনামুই হাইস্কুলে পরীক্ষা চলাকালীন মমতার বন্দ্যোপাধ্যায়ের ছবি সাঁটানো গাড়ি নিয়ে স্কুলে প্রবেশ করায় বিতর্ক ছড়াল। প্রতিবাদ জানিয়েআধিকারিকদের শাস্তির দাবি তুলল এস.এফ.আই সংগঠন। রিপোর্টে শ্রীকান্ত ভুঁইঞা।
- দাসপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবির হল আজ। শিবিরে ২ জন মহিলা সহ মোট ২৪ জন রক্তদান করেন। ওই হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ সুদীপকুমার ঘোড়ই বলেন, আমরা প্রতিবছর মার্চ মাসে এই রক্তদান শিবিরটি করে থাকি। রিপোর্টে সন্তু বেরা।
- চন্দ্রকোণা জিরাট হাইস্কুলেপ্রত্যেক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের একটি করে জলের বোতল, ফাইল ও পকেট ক্যালেন্ডার বিতরণ করল ছাত্র সংগঠন এ.বি.ভি.পির চন্দ্রকোণা ইউনিট। জেলার সহ সংযোজক উজ্জ্বল ঘোষ বলেন, ছাত্র-ছাত্রীদের পাশে থাকতে স্কুলের সামনে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়। —রিপোর্টে প্রভাত গুছাইত।
- স্কুলে একটি মাত্র শিক্ষক। তাই আরও শিক্ষক দেওয়ার দাবিতে দাসপুর-২ ব্লকের চাঁইপাট সাতমাথাতলা প্রাথমিক বিদ্যালয়ে আজ তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। বিক্ষোভের ফলে বন্ধ থাকে স্কুলের পঠনপাঠন। অবিলম্বে শিক্ষক না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি অভিভাবকদের।—রিপোর্টে মনসারাম কর।
- পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে নন্দনপুর স্কুলে হাজির দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক। ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক রাজকুমার দাস কর্মকার বলেন, এবছর নন্দনপুর স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪১৪ জন। প্রথমদিনের বাংলা পরীক্ষা নির্বিঘ্নেই কেটেছে বলে উল্লেখ করেন তিনি— রিপোর্টে ইন্দ্রজিং মিশ্র।
- দাসপুরের গৌরা সোনামুই কেবিএ শিক্ষায়তন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সহায়তা ক্যাম্প করলো এসএফআই সোনাখালী লোকাল কমিটি। আজ পরীক্ষার প্রথম দিনসকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের সিট খুঁজে দেন সাথে অভিবাবকদের জন্য জলের ব্যবস্থা করেন তাঁরা। রিপোর্ট শ্রীকান্ত ভুঁইঞা।