সুদীপ্ত শেঠ, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মহকুমার অন্তর্গত কৃষি [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] উন্নয়ন সমিতির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে উদ্যোগী হল মহকুমা প্রশাসন৷ রাজ্যের কারিগরি দপ্তরের উৎকর্ষ বাংলা স্কিমের সহায়তায় মহকুমার প্রতিটি ব্লকে ওই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে টেলারিং, বিউটিসিয়ান, পেস্টি-বেকারি তৈরীর মতো সময় উপযোগী কোর্সগুলিতে অংশ নিতে পারবেন আগ্রহীরা৷ আজ ২ আগষ্ট মঙ্গলবার, মহকুমা শাসকের কার্যালয়ে এই বিষয়ে সমিতির কর্মকর্তাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়৷ ওই সভায় উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল, সমবায় বন্ধু দিলীপ মাজি প্রমুখ৷ সেখানেই মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, গ্রুপের সদস্যরা একদম একটি টাকাও না খরচ করে প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হতে পারবেন৷ একই সাথে বর্তমানে বাচ্চাদের স্কুল ইউনিফর্ম তৈরির কাজে সংঘগুলিকে সহায়তা করতে পারবেন৷ এতে তাদের আয়ের উৎস আরও প্রসারিত হবে৷
অফিসার ইন চার্জ(স্কিল) অর্জুন পাল জানান, কর্মসংস্থানের উদ্দেশ্যে উৎকর্ষ বাংলা প্রকল্পের DSRI মডেলে দাসপুর-২ ব্লকের দুটি সমিতিতে টেলারিং এর প্রশিক্ষন শুরু হয়েছে৷ ইতিমধ্যে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রচুর যুবক যুবতি প্রশিক্ষিত হয়েছেন৷ তাদের জন্য আগামী দিনে জবফেয়ারের আয়োজন করার পরিকল্পনা রয়েছে৷ মহকুমা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দিলিপবাবু বলেন, সরকারি সাহায্যে যেখানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে, সেখানে সমতিগুলিকে এগিয়ে এসে মানুষকে রোজকারের সুজোগ করে দিতে হবে৷ উৎকর্ষ বাংলা প্রকল্পের সাব-ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, শুভদীপ ঘোষ বলেন, সেল্ফ হেল্প গ্রুপের সদস্যরা অষ্টম শ্রেণি উত্তির্ণ হলেই বিনামূল্যে ভর্তির সুযোগ পাবেন৷