সুদীপ্ত শেঠ, স্থানীয় সংবাদ, ঘাটাল: মধ্যশিক্ষা পর্ষদের নজরদারি রাজ্যের বিভিন্ন স্কুলগুলির সাথে সাথে ঘাটাল মহকুমায় চলছে মাধ্যমিক পরীক্ষা। আগামী ১৪ ই মার্চ শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশে, ইতিমধ্যে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। আজ ২ মার্চ, ওই পরীক্ষাকে কেন্দ্র করে, মহকুমার বারটি পরীক্ষা কেন্দ্রের সেন্টার ইন চার্জ, প্রধান শিক্ষক ও মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৈধুরির উপস্থিতিতে প্রশাসনিক আধিকারিকেরা আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করলেন। ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন,এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৫৪৬ জন। তার মধ্যে ছাত্রীর সংখ্যা ৫০৭৭ ও ছাত্রের সংখ্যা ৩৪৬৯ জন। মহকুমার এ.ডি.আই মানবেন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্র গুলিতে মোবাইল সহ অন্যান্য বৈদ্যুতিন গেজেট নিয়ে প্রবেশের ক্ষেত্রে কঠোর নজরদারি চালানো হবে। তবে কয়েকটি পরীক্ষার ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহারে পর্ষদের নিদৃষ্ট নিয়ম মেনেচলা হবে। একই সাথে পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের প্রবেশের সুযোগ কোনভাবেই থাকবে না। মহকুমার অফিসার ইন চার্জ (এক্সামিনেশন) অর্জুন পাল জানিয়েছেন, পরীক্ষার দিনগুলিতে যান চলাচলের ক্ষেত্রে যাতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোন সমস্যা না হয় তার জন্য প্রশাসনের তরফে বিশেষ নজরদারি চালানো হবে।