নিজস্ব সংবাদদাতা: ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দের দাবিতে রাজ্যপালের দপ্তরে ডেপুটেশন দিলেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটি। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা নিয়ন্ত্রণের অন্যতম প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে অবিলম্বে কেন্দ্রীয় অর্থ বরাদ্দের বিষয়ে রাজ্যের সেচমন্ত্রীর নেতৃত্বে মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির একজন প্রতিনিধিসহ বিধানসভার সর্বদলীয় টিম পাঠানোর দাবি সহ তিন দফা দাবিতে আজ ২৪ ডিসেম্বর ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং সেচমন্ত্রীর দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়।অন্য দাবীগুলি হোল-বর্ষার পূর্বে দূর্বাচটি, চন্দ্রেশ্বর, ক্ষীরাই,বাক্সি প্রভৃতি নদী ও খালগুলি সংস্কার, পরবর্তী ধাপে শিলাবতী নদী ও তার শাখা নদী ও খালগুলি সংস্কার।কংসাবতী ও শিলাবতী নদী সহ বিভিন্ন নদী ও খালে কাঠের ও বাঁশের ব্রিজগুলি কংক্রিটের নির্মাণ। রাজ্যপালের দপ্তরের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পি.বেরা এবং রাজ্য সেচ দপ্তরের মন্ত্রীর ও.এস.ডি.অমর্ত্য চক্রবর্ত্তী স্মারকলিপি গ্রহণ করেন। প্রতিনিধি দলে ছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন সংগ্রাম কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা, যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি, কোষাধ্যক্ষ কানাইলাল পাখিরা প্রমুখ।আধিকারিকগন স্মারকলিপি গ্রহণ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এর পাশাপাশি সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে ঘাটালের শিলাবতি নদীর উপর কাঠের ব্রিজ এর পরিবর্তে অতিসত্বর একটি কংক্রিটের ব্রীজ নির্মানের দাবীতেও আলাদা একটি স্মারকলিপি পেশ করা হয়। নারায়ণবাবু জানান,আগামী বর্ষার পূর্বে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া না হলে কমিটি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।