তৃপ্তি পাল কর্মকার: মাছ ধরা হুইলে বিশাল আকৃতির মাছ গাঁথা হয়েছে, এই অনুমানেই আজ ১৮ নভেম্বর
দুপুর থেকে ঘাটাল শহরে শোরগোল পড়ে গেল। শহরের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছেন শিলাবতী নদী বক্ষে। শুধু নিজ চোখে দেখার জন্য কী মাছ গাঁথা হয়েছে হুইলে। না, তবে মাছ এখনও পাওয়া যায়নি। দুপুর ৩টা থেকেই মাছ দেখার জন্য ক্রমশ ভিড় জমছে। কী হয়েছিল? অন্যান্য দিনের মতোই ঘাটাল শহরের আড়গোড়ার বাসিন্দা শিবরাম নন্দী নামে এক মৎস্য শিকারী হুইল নিয়ে নদীতে মাছ ধরতে যান। কিছুক্ষণ হুইল ফেলার পরই জলের নিচে জলজ প্রাণী সেই চারটি খায়। আর তারপর থেকেই প্রাণীটি নদীর এধার-ওধার হতে থাকে। অনুমান করা হচ্ছে প্রাণীটির বিশাল ওজন। তাই হুইল খিঁচে তোলা যাচ্ছে না। নৌকা নামানো হয়েছে। তাতেও কোনও ফল হয়নি। রাত সাড়ে সাতটা নাগাদ প্রাণীটিকে ধরার জন্য জাল নামানো হয়েছে। এদিকে ওই দৃশ্য দেখার জন্য লোকের ভিড় জমেই চলেছে।