শ্রীকান্ত ভুঁইঞা:কর্ম নিশ্চয়তা,স্থায়ী করণ সাথে বেতন বৃদ্ধির মতো একাধিক দাবিতে গ্রামীণ সম্পদ কর্মীরা বিডিওর কাছে ডেপুটেশন দিলেন। ঘটনা জেলার দাসপুর ১ ব্লকের। শুক্রবার এই ব্লকের মোট ৯৬ জন গ্রামীণ সম্পদ কর্মী অর্থাৎ ভি আর পিরা একত্রিত হয়ে দাসপুর ১ ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন দেন। ডেপুটেশনে দাবি তোলেন,বেতন বৃদ্ধির পাশাপাশি কাজের স্থায়ীকরণ এবং তাঁদেরকে বিনামূল্যে সরকারি স্বাস্থ্য বীমার অধীনে আনার।•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।