সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: গতকাল রবিবার রাত্রে দাসপুর থানার নুনিয়াগোদায় দীপক দাস ও শিল্পা দাস গরমের জন্য নিজেদের বাড়ির দুয়ারে ঘুমাচ্ছিলেন। অভিযোগ রাত্রি প্রায় ২ টা নাগাদ কেউ বা কারা এসে প্ৰথমে বাড়ির বাহিরে ইলেকট্রিক বাল্ব খুলে নিয়ে রেলিংহীন দুয়ারে প্রবেশ করে। মশারি সরিয়ে দীপক দাসের উপর এলোপাথাড়ি কোপ মারতে থাকে স্ত্রী শিল্পা দাস তাকে বাঁচাতে গেলে তারও হাতে কোপ পড়ে। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল সুপার স্পেশালিটি হাপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কা জনক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।