রাতজাগা সার! দুই নয়,দলবেঁধে হাতির তাণ্ডবে নাজেহাল চন্দ্রকোণার একেরপর এক গ্রাম

হাতির হুঙ্কার আর গর্জনে প্রাণ হাতে রাত জেগে জমি পাহারা দিয়েও শেষ রক্ষা হল না সুশান্ত, সুমন্ত,অলীকদের কৃষিজমি। সকালের আলো ফুটতেই চাষীদের মাথায় হাত! মাঠ ভরা ধান,আলু সব লণ্ডভণ্ড করেগেছে হাতির দল। ঘটনা চন্দ্রকোণা টাউনের বোনা, নতুনহাট, ধরমপুর, বালা, কোলাবেড় রাধাবল্বাভ পুরের মত একাধিক গ্রামের। গ্রামবাসীদের বক্তব্য, শনিবার রাতে একটি হাতির দল চন্দ্রকোণা টাউন লাগোয়া একাধিক গ্রামের জমির ফসল নষ্ট করে।

এমনিতেই এলাকাবাসী দুইটি দল ছুট হাতির তাণ্ডবে প্রায় মাস খানেক ধরে নাজেহাল হচ্ছিল। এরই মাঝে গতরাতে একদল হাতির তাণ্ডব বেশ অস্বস্তিতে ফেলেছে এলাকাসীদের সাথে সাধারণ কৃষকদের। এর সাথে গোদের উপর বিষফোঁড়ার মত হাতি দেখতে আসা শত শত মানুষের পায়েও নষ্ট হচ্ছে কৃষকের ফসল।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsap

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!