ভিডিও কলিং এবার আরও সহজ, Whatsapp এ নতুন সুবিধা

এখন ভারতের প্রায় ২০ কোটিরও বেশি ভারতবাসী দৈনিক Whatsapp ব্যবহার করেন। কিছুদিন আগেই Whatsapp গ্রুপ ভিডিও কলিংয়ের ফিচার এনেছে। সেই ফিচারেই নতুন অপশন আনতে চলেছে Whatsapp সংস্থা।

গ্রুপ ভিডিও কলিংয়ের আলাদা বোতাম থাকবে বলে সংস্থার পক্ষে জানানো হয়েছে। এই ফিচারেই একাধিক ভয়েস মেসেজ প্লে করা যাবে। এই সব ফিচারস পেতে Whatsapp টি আপডেট করতে হবে।

আপডেট করালেই WhatsApp এর ‘চ্যাট উইন্ডো’র মধ্যে গ্রুপের নামের পাশে একটি ‘কল বাটন’ এসে যাবে । এখানের বাটনে ট্যাপ করলেই খুলে যাবে একটি লিস্ট। সেই লিস্টে গ্রুপের সব সদস্যকে দেখা যাবে। লিস্টের মধ্যে যাদের সাথে গ্রুপ কল করতে চান তাঁদের সিলেক্ট করে কল বাটনে ট্যাপ করলেই গ্রুপ কল চালু হয়ে যাবে।

তবে অবশ্যই গ্রুপের সব সদস্যদের নম্বর নিজের ফোনে সেভ থাকা চাই।
 এখন এই ফিচার কেবলমাত্র iOS গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন। Android এর জন্য ২০১৯ সালের প্রথমেই এই বিশেষ ফিচার আসতে চলেছে।

মোবাইলে খবর পড়তে এইখানে ক্লিক করুনWhatsapp

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!