সৌমেন মিশ্র:পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খুশি দাসপুর ১ ব্লকের রেড ভলেন্টিয়াররা। সারা রাজ্যের সাথে দাসপুর ১ ব্লকের রেড ভলেন্টিয়াররাও জেলা স্বাস্থ্য দপ্তরে করোনার ভ্যাক্সিনের জন্য আবেদন জানালে সম্প্রতি দাসপুর ১ ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে দাসপুর ১ ব্লক এলাকার প্রায় ৩০ জন রেড ভলেন্টিয়ারদের দেওয়া হল করোনার ভ্যাক্সিন।
দাসপুর ১ ব্লকের বামেদের এই রেড ভলেন্টিয়ারদের অন্যতম সদস্য তুহিন সামন্ত বলেন,আমাদের জেলা সহ সারা রাজ্য জুড়েই রেড ভলেন্টিয়ার্সদের দাবি ছিল,যেহেতু রেড ভলেন্টিয়ার্সরা কোভিড ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স হিসাবে কাজ করছে তাই অগ্রাধিকারের ভিত্তিতে তাদের কোভিড ভ্যাক্সিন দেওয়া হোক।
তুহিনবাবু আরও বলেন,কিন্তু দীর্ঘ গড়িমসির পর কেন্দ্রীয় ভাবে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া এবং দীর্ঘ আলোচনার পর পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক কোভিড টিকা দেওয়ার ক্ষেত্রে সহমত হন। গত ২২ জুন একটি নির্দেশিকাও জারি করেন কোভিড টিকাকরনের উদ্দেশ্যে। ২৩শে জুন বুধবার দাসপুর -১ ব্লকের মোট ২৮ জনের সফলভাবে কোভিড টীকাকরণ সম্পন্ন হয়।