শ্রীকান্ত ভূঁইঞ্যা: কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে আজ ১২ অক্টোবর দাসপুরে সিপিএমের মহা মিছিলে পা মেলালেন প্রায় শতাধিক সিপিএম কর্মী সমর্থক। সোনাখালি এরিয়া কমিটির ডাকে গৌরা থেকে খুকুড়দহ পর্যন্ত এই মিছিলের নেতৃত্ব দেন সিপিএমের প্রাক্তন বিধায়ক সুনীল অধিকারি, জেলা সম্পাদক রঞ্জিৎ পাল প্রমুখ। মিছিল থেকে কৃষি আইন বাতিল, জাতীয় শিক্ষানীতির বদল, শ্রম আইনের পরিবর্তন, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের প্রতিবাদ, আমফান দুর্নীতি, ১০০ দিনের কাজে দুর্নীতি প্রভৃতির উপর সুর চড়ানো হয়।