‘ফিরে এসো নেতাজি…’ —সুমন বিশ্বাস
[কবি সুমন বিশ্বাস ঘাটাল মহকুমার মহকুমা শাসক]
নেতাজি,প্রিয় দেশ নায়ক,ফিরে এসাে একটি বার।
শতচ্ছিন্ন এই পােড়া দেশে তােমাকে আজ খুব দরকার।
তুমি যে অমর, হৃদয়ে সবার তাই বেঁচে আছে আজও।
তােমায় দেখে পেয়েছিল ভয় দোর্দণ্ডপ্রতাপ বৃটিশ রাজও।
দেশ মায়ের চোখের জল ঘুমােতে দেয়নি জীবনভাের,
স্বাধীনতা তাে ভিক্ষা নয় তাই করােনি হাতজোড়।
বৃটিশ রাজের সেরা চাকরি হেলায় ছেড়েছাে তুমি,
স্বপ্ন তােমার করবে স্বাধীন পরাধীন এই ভূমি।
ছাত্র থেকেই গর্জে ওঠা, প্রতিবাদের সেই তাে শুরু
বিপ্লবের অগ্নিমন্ত্রে তাই তুমিই দীক্ষাগুরু।
শত কোটি সন্তান আজও পথ চেয়ে গুনছে দিন।
কবে ফিরে আসবে তুমি? দেশ শুধৰে রক্ত ঋণ।
হরিপুরা থেকে ত্রিপুরী – তােমার গলায় জয়ের মালা।
দেশ তােমায় মানলাে নেতা কিন্তু কারাে কারাে তাতেই জ্বালা।
পুরানাে দল ছেড়ে তুমি গড়লে তােমার নতুন দল।
দেশপ্রেমে ছেদ পড়েনি, ভাঙেনি তােমার মনােবল।
কোলকাতায় ঘরবন্দী, বাইরে যেতে মানা তােমার।
সবার চোখে ধুলাে দিয়ে ধরলে পথ অজানার।
দেশ মায়ের সােনার ছেলে, দেশে তােমার হলাে না থাকা।
তােমার আসন রয়েছে পাতা, সে আসন আজও ফাঁকা।
স্বাধীনতার স্বপ্ন বুকে, এদেশ ওদেশ বিদেশ ঘুরে।।
দেশ মাকে করবে স্বাধীন,স্বপ্ন তােমার দুচোখ জুড়ে।
তাইহােকুতে ভাঙলাে বিমান, রটানাে হলাে তুমি আর নেই।
দেশের মানুষ মানেনি এসব, অমর সুভাষ রইলেই সেই।
তারপর দেশ স্বাধীন হল, টুকরাে হল দেশের মাটি।
সে স্বাধীনতা সত্যি কি না? কতটা জল আর কতটা খাঁটি?
তুমিই জানাে, তােমার দেশ কতটা সুখে আছে আজ।
স্বাধীন দেশে তােমার স্বপ্ন, বাকি থাকা তােমার কাজসেই কাজ
আর স্বপ্নগুলাে আজও সব হয়নি ধরা,
তােমার আশীষ মাথায় নিয়ে
হবেই সােনার ভারত গড়া।
বাঙালী আজও স্বপ্ন দেখে, বাংলা আবার দেখাবে পথ।
সােনার ভারত তৈরি হবে, এসাে আজ নিই সেই শপথ।