কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: কয়েক সপ্তাহ আগেই ঝুমি নদীর জলস্ফীতি হওয়ার ফলে মনশুকায় বেশ কয়েকটি সাঁকো ভেঙে গিয়েছিল। তারপরই মনশুকা স্কুলের সামনে তড়িঘড়ি করে একটি সাঁকো তৈরি করা হয়েছিল। সেটিও আজ ২৭ জুলাই জলের তোড়ে ভেঙে ভাসিয়ে নিয়ে চলেগেল। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাজি বলেন, ঘটনাটি শুনেছি। এর ফলে ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সমস্যার মধ্যে পড়তে হবে। স্থানীয় বাসিন্দারাও জানান এর ফলে বহু মানুষকে সমস্যায় পড়তে হবে।
ঝুমি নদীর উপর কংক্রি্টের ব্রিজ তৈরি না হওয়ার ফলে বাঁশের সাঁকোর উপরেই ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের পাশাপাশি হুগলি জেলার একাংশের মানুষকে যাতায়াত করতে হয়। বেশ কিছুদিন আগেই জল বাড়ায় ঝুমি নদীর উপর একাধিক বাঁশের সাঁকো ভেঙ্গে গিয়েছিল। আর বাঁশের সাঁকো ভেঙ্গে যাওয়ার দুর্ভোগে পড়েছিল বহু মানুষকে। কারণ ঝুমি নদীর উপর তৈরি বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করত ছোট চারচাকা গাড়ি থেকে শুরু করে হাজার হাজার মানুষ। সাঁকোগুলি ভেঙে যাওয়ার পর থেকে নৌকায় করে যাতায়াত করতে হয়। ঘাট মালিক যুদ্ধকালীন তৎপরতায় প্রায় লক্ষ টাকা ব্যয় করে আবারো বাঁশ ও কাঠের সাঁকো তৈরি করে যাতায়াতের ব্যবস্থা করলেও অবশেষে আজ দুপুর নাগাদ হঠাৎ ঝুমি নদীর জল বাড়ায় বিকেলে জলের তোড়ে ভেঙে গেল সেই বাঁশের সাঁকো। এলাকার মানুষজন দাবি, দ্রুত প্রশাসনের তরফ থেকে এই এলাকায় একটি কংক্রিটের সেতু তৈরি করা হোক, তা না হলে দুর্ভোগ কমবেনা মানুষজনের।