এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

করোনা আবহেই প্রকাশিত হল ‘উচাটন’

Published on: September 5, 2020 । 9:13 PM

সুইটি রায়: মহামারীর আবহের মধ্যেই আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের পূণ্যলগ্নে ঘাটাল থেকে প্রকাশিত হল সাহিত্য বিষয়ক পত্রিকা ‘উচাটন’। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক উমানাথ বন্দ্যোপাধ্যায় এবং ইংরেজি বিভাগের অধ্যাপক কল্যাণ পট্টনায়কের যুগ্ম সম্পাদনায় নানান প্রতিকূলতা কাটিয়ে আজ উদ্বোধন হলো পত্রিকাটির। ঘাটাল মহকুমার স্বনামধন্য চিকিৎসক ডাঃ কে বি পাত্র পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। উদ্যোক্তারা জানান, যেহেতু করোনার আবহেই পত্রিকার জন্ম তাই করোনাজয়ী ডাক্তারবাবুকেই উদ্বোধক হিসেবে বেছে নিয়েছেন তাঁরা। ঘাটাল কলেজের কাছাকাছি একটি হলে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে ২০-২৫ জন শিক্ষক অধ্যাপক ও সাহিত্যিক শারীরিকভাবে উপস্থিতি থাকলেও আরো শতাধিক সাহিত্যপ্রেমী গুগল মিটের মাধ্যমে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। প্রায় ৫০ জন কবি সাহিত্যিকের লেখা প্রকাশিত হয়েছে ‘উচাটনে’। পত্রিকা সম্পর্কে সম্পাদক কল্যাণবাবু বলেন, প্রবীণ লেখকদের পাশাপাশি আমরা নবীন ও সম্ভাবনাময় লেখকদের লেখাকেও এই পত্রিকায় জায়গা করে দিয়েছি। আশা করব আমাদের এই প্রয়াস অনেক নবীন সাহিত্যিকদের নতুন পথের দিশা দেখাবে। অন্য সম্পাদক উমানাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উচাটন’ মানে হল অস্থিরতা; যা মানুষের জন্মগত। আর এই অতিমারীর সময়ে এই অস্থিরতা গ্রাস করেছে গোটা পৃথিবীকে ও মানবসভ্যতাকে। তাই ‘উচাটন’ পত্রিকার মাধ্যমে আমরা তুলে ধরতে চেষ্টা করেছি মহামারীর কারণে গৃহবন্দি থাকা কবি-সাহিত্যিক ও সর্বোপরি সাধারণ মানুষের মানসিক টানাপোড়েনের কথা। আশা রাখছি নবীন ও প্রবীণ লেখকেরা আমাদের সাথে থাকবেন,আমাদের আরও সমৃদ্ধ করবেন এবং এই পত্রিকাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। পত্রিকাটির প্রচ্ছদ এঁকেছেন ঘাঁটাল শহর স্বনামধন্য শিল্পী মিলন কুইল্যা।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now