তনুপ ঘোষ: করোনা নিয়ে বাংলাজুড়ে দিনের পর দিন উদ্বেগ বেড়েই চলেছে । বাড়ছে সংক্রমণের সংখ্যাও। ঘাটাল মহকুমা জুড়ে একদিকে যেমন সংক্রমণ ক্রমশ বাড়ছে অপরদিকে মানুষের মধ্যে সচেতনতা কমছে। আজ ২০ জুলাই ক্ষীরপাই হালদারদিঘির মোড় এলাকায় রাজ্য সড়কের উপর যাতায়াতকারী সমস্ত মানুষদের করোনা নিয়ে সচেতনতার বার্তা দিলেন ক্ষীরপাই পৌর টাস্ক ফোর্সের সদস্যরা। টাক্স ফোর্সের উদ্যোগে করোনা রোধে মাস্ক ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে সতর্কতার পাঠ শেখানো হয় পথচলতি সকলকেই।