মনসারাম কর:স্থানীয় সংবাদ, ঘাটাল: করোনার দ্বিতীয় ঢেউ যখন ঘাটাল মহকুমাতেও আঁচড় দিয়েছে তখন মহকুমার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অমিল করোনা প্রতিষেধক। প্রতিষেধকের ঘাটতি থাকায় ঘাটালের বীরসিংহ বিদ্যাসাগর স্বাস্থ্যকেন্দ্র সহ মহকুমার অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও গতকাল মঙ্গলবার থেকেই টিকাকরণ বন্ধ। আগামী দু-এক দিনের মধ্যে এই টিকাকরণ পুণরায় স্বাভাবিক হতে পারে বলে জানা গেছে। বীরসিংহ বিদ্যাসাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক মনোজিৎ বিশ্বাষ জানিয়েছেন, প্রয়োজনের তুলনায় রাজ্যজুড়ে পর্যাপ্ত পরিমাণ প্রতিষেধকের সঙ্কট রয়েছে, তবে দু-একদিনের মধ্যেই তা স্বাভাবিক হয়ে যাবে, প্রতিষেধকের ঘাটাতি নিয়ে স্বাস্থ্য দপ্তরের সাথে দফায় দফায় ভিডিও কনফারেন্স চলছে, স্বাস্থ্য দপ্তর প্রতিষেধক যোগানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রাহন করছে। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই টিকাকরণে জোর দিয়েছে সরকার। প্রথমেরদিকে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা-যোদ্ধাদের প্রতিষেধক দেওয়া শুরু হয়েছিল। পরে ৬০ বয়সী ঊর্ধ্ব, ৪৫ বয়সী ঊর্ধ্ব এবং কোমর্বিডিটি যুক্ত নাগরিকদেরও প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে। স্বাভাবিক ভাবেই ঘাটালজুড়ে করোনা প্রতিষেধকের চাহিদা এখন তুঙ্গে। তাই যোগানে সঙ্কট দেখা দেওয়ায় টিকাকরণ নিয়ে উদ্বেগে রয়েছেন ঘাটাল মহকুমার মানুষ। এরই মধ্যে কেন্দ্রের সমালোচনা করতেও ছাড়ছেন না অনেকে। কেউ কেউ বলছেন যে দেশের জনসংখ্যা এত সেখানে নিজের দেশের মানুষের কথা না ভেবে অন্য দেশকে করোনা প্রতিষেধক সরবারাহ করেছে কেন্দ্র সরকার। দেশজুড়ে টিকাকরণ এখনও অনেক বাকি, প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ এখনও হয়নি এমন সংখ্যাটাও শতাংশের হারে ব্যাপক, তাই কেন্দ্রের উচিৎ ছিল জনসংখ্যার নিরিখে আগে দেশের মানুষের জন্য প্রতিষেধক মজুত করা তার পর অন্য দেশের প্রতি আনুগত্য দেখানো। তবে হঠাৎ দেশজুড়ে কারোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় প্রতিষেধকে টান পড়ছে বালেই মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রসঙ্গত, এই সময় যে সমস্ত রাজ্য করোনা সংক্রমণে উর্দ্ধসীমায় সেই সমস্ত রাজ্যে অন্য রাজ্যের তুলনায় বেশি প্রতিষেধক সরবারাহ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।
Home এই মুহূর্তে ভাঁড়ারে টান, প্রতিষেধকের ঘাটতি থাকায় ঘাটাল মহকুমার সর্বত্র বন্ধ করোনা টিকাকরণ, স্বাভাবিক...