চাকরি না পেয়ে আত্মঘাতী তপনের বাড়িতে গেলেন সিপিএম নেত্রী মীনাক্ষী

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: ঋণ নিয়ে চাকরির জন্য ঘুষ দিয়েছিল দাসপুরের যুবক। চাকরি হয়নি, ফিরে পাননি পরীক্ষার মার্কসিট আডমিট। অন্যদিকে ঋণ পরিশোধ করতে না পারায় মানসিক চাপে আত্মহত্যা যুবকের। সেই মৃত যুবকের পরিবারের সাথে দেখা করলেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সিপিআইএমের এক প্রতিনিধি দল।

আজ ৫ ডিসেম্বর সোমবার দাসপুরের বলুড়ী গ্রামে মৃত যুবক তপন দোলইয়ের পরিবারের সাথে দেখা করেন মীনাক্ষী মুখোপাধ্যায় ও অন্যান্য নেতা কর্মীরা। চাকরি না পেয়ে তপন বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের অভিযোগ। অভিযোগ, বেসরকারি কয়েকটি সংস্থা থেকে টাকা ঋণ নিয়ে এসএসসি চাকরির জন্য ঘুষ দিয়েছিলেন ওই যুবক, কিন্তু চাকরি তো দূর, টাকা চাইতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছিল তপনকে। একদিকে টাকা, অন্যদিকে হলোনা চাকরি সাথে পড়াশুনার সমস্ত অরিজিনাল মার্কসিট,আডমিট সবই নিয়েছে দালাল,আর নতুন করে পরীক্ষায়ও বসতে পারছিলেন না তপন। অভিযোগ, তাই মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা তপনের। আর সেই মৃত তপনের বাড়িতে আজ সোমবার গেলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তপনের পরিবারের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই সরকার খুন করছে এ রাজ্যের ছেলেমেয়েদের, এমনকি গতকাল নন্দীগ্রামের এক দিদিমণি সুইসাইড করেছে বলেও তিনি বলেন। সকলকে এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আবেদন জানিয়েছেন মীনাক্ষী।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!