বাড়ির বউয়ের থেকে পাওনা বুঝে নিতে একজোট গ্ৰামবাসীরা

শ্রীকান্ত ভুঁইয়া,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: সন্ধ্যে থেকে রাতের অন্ধকার গাঢ় যত হচ্ছে বাড়ির উঠোনে লোকের ভিড় ততই বাড়ছে। কেউবা বিশ্রী ভাষায় গালাগালিও করছে। সবার অভিযোগ, বাড়ির বউ হাজার হাজার টাকা তাঁদের কাছ থেকে নিয়েছে। দিনের পর দিন মাসের পর মাস গেলেও বৌমা তো দূর স্বামীও বেপাত্তা। আর আজ বৃহস্পতিবার সহ্যের বাঁধ ভেঙেছে, প্রায় ৫০ থেকে ৬০ জন পাওনাদার একেবারে বাড়িতে এলেন নিজেদের পাওনার টাকা বুঝে নিতে। বাড়ির উঠোনে একা বসে বছর ৬০ এর শাশুড়িই। তাঁর সাফ কথা, তোমরা বৌমাকে টাকা দাও কেন? শাশুড়ির আরও জবাব বৌমা বাংলার চৈত্র মাস থেকেই বাড়িতে নেই। ঘটনা দাসপুর থানার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর গ্রামের মালিক পরিবারের। বিক্ষোভকারীদের অভিযোগ, বাড়ির বৌ নানাভাবে এলাকার প্রায় ৫০ থেকে ৬০ জনের কাছে বিভিন্ন সময়ে নানান আছিলায় টাকা ধার চেয়েছেন,অনেকে প্রতিবেশী পাশে দাঁড়াতে সাধ্যমত টাকাও দিয়েছেন। সব মিলিয়ে সে টাকার পরিমাণ ১০ লক্ষ ছাড়াবে। তবে পরিবারের শাশুড়ির সাফ-সাফাই বৌমা যে টাকা নিয়েছে তাাঁর কোনও কাগজ আছে? বিক্ষোভকারীদের কেউ অবশ্য টাকা ধার দেওয়ার কোনও পোক্ত নথি দেখাতে পারেননি। অন্যদিকে পাওনাদাররা জানান,পাড়ার বৌ বিপদে-আপদে টাকা চেয়েছে,অনেক সময় নিজের সোনার গহনা বাজারে বিক্রি করে বৌমার হাতে টাকা তুলে দিয়েছি। এর আবার প্রমাণ কী রাখবো। অন্যদিকে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাবিনা ইয়াসমিন মালিক পরিবারের ওই গৃহবধূর টাকা নিয়ে পরিশোধ না করার বিষয়টি সম্বন্ধে অবগত আছেন বলে জানান। তিনি বলেন,আমি ইতিমধ্যেই ও মহিলার বিরুদ্ধে গ্রামবাসীদের লিখিত অভিযোগ পেয়েছি। আজ ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার এ বিষয়ে ওই মহিলাকে নোটিশ করি এবং একটি মিটিংও ডাকি। কিন্তু মালিক পরিবারের কেউ উপস্থিত হয়নি। পরে গ্রামবাসীরা ওদের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায়। তবে আমরা প্রশাসনিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টায় আছি। পাড়াপ্রতিবেশী বন্ধু-বান্ধবরা বিপদে পড়লে অনেক ক্ষেত্রেই আমরা এগিয়ে যাই পাশে দাঁড়াই আর্থিক সাহায্য নিয়ে,অনেকে প্রয়োজনে টাকা ধার দিয়ে তাদের বিপদ থেকে উদ্ধার করি। লাগাতার এমন ঘটনা পরবর্তীতে বিপদে-আপদে মানুষে মানুষে দূরত্ব বাড়াবে এ কথা আর বলার অবকাশ রাখে না।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/