এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সরবেড়িয়ায় জনসংযোগ যাত্রায় ভালো সাড়া পেল তৃণমূল

Published on: November 25, 2019 । 6:36 AM

২৪ নভেম্বর রবিবার দাসপুর ১ নম্বর ব্লকে সড়বেড়িয়া ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকার তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ যাত্রা হল। এই জনসংযোগ যাত্রায় অন্যান্য নেতা নেতৃত্বদের সাথে এলাকার মানুষের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই,জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র প্রমুখ।

জনসংযোগ যাত্রার মিছিলটি সড়বেড়য়ার গোবিন্দপুর থেকে ব্রাহ্মণবসান পর্যন্ত যায়।
দলীয় সূত্রে খবর,রবিবারের জনসংযোগ যাত্রায় তৃণমূলের অনেক পুরানো কর্মী সমর্থকও হাজির ছিলেন। ফলে এদিনের জনসংযোগ যাত্রা স্বার্থক বলেই মনে করছে দাসপুর ব্লক তৃণমূল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭