নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল শহরে সরকারি সহায়তায় শুরু হতে চলেছে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ৷ উৎকর্ষ প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণের দ্বায়িত্ব গ্রহণ করেছে ‘লায়ন্স চক্ষু হাসপাতাল’৷ আগামী কয়েক মাস ধরে ওই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেবেন মহকুমার ৩৬ জন যুবক-যুবতী৷ প্রশিক্ষণ শেষে মিলবে সরকারি শংসাপত্র৷ ওই শংসাপত্র দেখিয়ে বেসরকারি স্বাস্থ্য পরিসেবার কাজে যুক্ত হতে পারবেন প্রশিক্ষিতরা৷ আজ, ১৪ সেপ্টেম্বর ওই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস৷ এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘাটালের বিডিও সঞ্জীব দাস, ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদ সদস্য শঙ্কর দোলই প্রমুখ।
মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, কর্মসংস্থানের লক্ষ্যে সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্প রয়েছে৷ এই প্রকল্পকে কাজে লাগিয়ে, ঘাটাল মহকুমার যুবক-যুবতীদের স্বল্প মেয়াদি ট্রেনিং করিয়ে কর্মক্ষেত্রে প্রবেশে সহায়তা করাই আমাদের উদ্দেশ্য৷ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ঘাটালের সুনাম রয়েছে৷ তাই চাহিদাও রয়েছে পরিষেবা দেওয়ার মত উপযুক্ত কর্মীর৷ আমাদের কাছে প্রতিষ্ঠানগুলি সেই আবেদন জানিয়েছিলেন৷ দ্রুততার সাথে সেই আবেদন সংশ্লিষ্ট মহলে পাঠিয়ে প্রশিক্ষণকেন্দ্রের অনুমোদন করা হয়েছে৷ ঘাটাল মহকুমার অন্যান্য প্রতিষ্ঠানগুলির চাহিদা বিষয়ে আমরা সার্ভে শুরু করেছি৷ কেউ আবেদন জানালে আমরা দ্রুত পদক্ষেপ নেব৷
কিন্তু কারা এই প্রশিক্ষণ নিতে পারবে? এই বিষয়ে মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট (স্কিল) অর্জুন পাল বলেন, এক্ষেত্রে শিল্পপতিরা যাদের প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করতে চাইছেন তাদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কোনওরকম বাধা নেই৷ তবে যদি কোন প্রতিষ্ঠান সরকারি তথ্যভান্ডার থেকে যুবক-যুবতীদের নাম চান, সেই ক্ষেত্রে কর্মদিশা পোর্টালে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের সুযোগ মিলতে পারে৷
প্রশিক্ষণ বিষয়ে প্রোগ্রেসিভ নার্সিহোম অ্যান্ড হাসপাতাল অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি ডাঃ সুব্রত রায় জানিয়েছেন, ঘাটাল মহকুমায় ছোট-বড় মিলিয়ে বেসরকারি নার্সিংহোমের সংখ্যা প্রায় পঞ্চাশের কাছাকাছি৷ ওই সকল প্রতিষ্ঠানে স্বাস্থ্য কর্মীর চাহিদা রয়েছে৷ কিন্তু ব্যক্তিগত উদ্যোগে প্রশিক্ষণ দিয়ে কর্মী নিয়োগ করতে গেলে সময় ও আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্থ হয়৷ তাই চাহিদা থাকলেও তা পূরণের রাস্তা এক প্রকার বন্ধই ছিল৷ যদি সরকারি উদ্যোগে তা হয় তাহলে পরিষেবার মান আরও উন্নত হবে৷
লায়ন্স ক্লাবের জোন চেয়ারপার্সন মলয় সাহা জানান,৩৬ জন ছাত্র-ছাত্রী নিয়ে প্রশিক্ষণ শুরু হলেও আগামী দিনে আরও বেশ কয়েকটি ব্যাচ শুরু করার পরিকল্পনা তাদের রয়েছে৷ প্রাথমিক ভাবে যাদের কিছু অভিজ্ঞতা রয়েছে তাদেরই বেছে নিয়ে এই প্রশিক্ষণ দিন কয়েকের মধ্যেই শুরু করা হচ্ছে৷
ঘাটাল মহকুমার প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট, উৎকর্ষ বাংলা সুদীপ্ত শেঠ জানান, মহকুমার প্রতিটি ব্লকে উৎকর্ষ বাংলা বিভাগ রয়েছে৷ যুবক যুবতীরা প্রশিক্ষিত হতে চাইলে, ‘আমার কর্মদিশা’ পোর্টাল সহ ‘রোজকার সেবা’ পোর্টাল ও ‘অ্যাপ্রিন্টেসিপ’ পোর্টালে নাম নথিভুক্ত করতে পারেন৷