টিকটিকিটার লেজটা দেখ, গজিয়ে উঠল আবার।
দেখেছিলে, সরে গিয়েও ছ্টফট করেছিল বারবার!
গিরগিটি যে রং বদলায় পরিবেশ মানিয়ে;
কিশোর – কিশোরী ক্রীড়া করে, ছন্দ গড়ে, প্রাঙ্গনে এনিয়ে।
তাহলে বল হাঁসগুলি সব কেমন করে ডাকে?
হাম্বা হাম্বা কেইবা বলে? খড়, ঘাস খেতে দাও তাকে।
কুলোর মতন কান, মূলোর মত দাঁত, কি বিশাল ফুঁলিয়ে!
থপথপ হেঁটে চলে, লম্বা শুঁড়, ছোট্ট লেজ দুলিয়ে।
মহারাজের কেশরখানি, ক্ষুধায় করে বেশ গর্জনভারী!
আর একপ্রানীর কেশর আছে, দাঁড়িয়ে ঘুমায় সারিসারি।
ঘুমিয়ে থাকে জলেতে, পাখনা আছে, খোলা থাকে চোখ –
আরও কি জানতে চাও! বল জানার ইচ্ছা – এভাবেই পূরন হোক।।
Home রকমারি গল্প/কবিতা/প্রবন্ধ কবিতার নাম ‘অর্জিত‘—সুমিতা মোদক, (বেলিয়াঘাটা, দাসপুর, পশ্চিম মেদিনীপুর)