এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ

Published on: August 16, 2021 । 12:30 PM

মনসারাম কর, স্থানীয় সংবাদ,ঘাটাল: ঘাটালের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ স্কুল কমিটি ও স্থানীয়দের। অভিযোগ দীর্ঘদিন স্কুলে আসেননি প্রধান শিক্ষক। মিড মিলের খাবার পচে নষ্ট হচ্ছে, চাল পোকায় খাচ্ছে, তবুও পাচ্ছে না পড়ুয়ারা। এমনকি গতকাল স্বাধীনতা দিবসের দিনেও পতাকা তুলতেও স্কুলে আসেননি খড়ার বিদ্যাসাগর চক্রের রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দোলই। স্কুল এলাকার অনেকের থেকেই টাকা ধার নিয়ে না দেওয়া, চাকরি করিয়ে দেওয়ার নামে টাকা তোলা সহ মিড মিল রান্নিদের টাকা না দেওয়ার মত গুরুতর অভিযোগ তুলেছেন এলাকার মানুষ। চাকরি দেওয়ার নামে টাকা তোলার কথা নিজেও স্বীকার করেছেন প্রধান শিক্ষক রঞ্জন দোলই।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।