নিজস্ব সংবাদদাতা: চলন্ত অবস্থায় ইঞ্জিন সহ কেবিন খুলে গিয়ে বিপদজ্জনক পথদুর্ঘটনার কবলে এক মালবাহী আইচার গাড়ি। আজ ১০ মার্চ বিকেলে ঘটনাটি ঘটে ঘাটাল-পাঁশকুড়া সড়কের বকুলতলা সংলগ্ন রাস্তায়। জানা গেছে, মাল সমেত গাড়িটি ঘাটালের দিক থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। হঠাৎ ইঞ্জিনসহ কেবিনটি খুলে দিয়ে দুর্ঘটনার শিকার হন চালক ও হেল্পার। ঘটনায় চালক ও হেল্পার দুজনেই আংশিক আহত। ঘটনার জেরে ঘাটাল-পাঁশকুড়া রাস্তায় রীতিমতো যানজট তৈরি হয়। দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় ও এলাকা যানজট মুক্ত করে। বকুলতলা থেকে দুর্ঘটনার সমস্ত ছবি তথ্য পাঠিয়েছেন সুরজীৎ দাস।
Home এই মুহূর্তে চলন্ত মালবাহী গাড়ির কেবিন সহ ইঞ্জিন খুলে গিয়ে ভয়ানক পথদুর্ঘটনা ঘাটালের বকুলতলায়