বৃক্ষ পাগল শিক্ষক মহাদেব মান্না নেতাজির জন্ম দিনেও গাছ লাগালেন

ইন্দ্রজিৎ মিশ্র: গাছ লাগিয়ে নেতাজির জন্মদিন পালন করলেন পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরের বাংলার শিক্ষক মহাদেব মান্না।  আজ ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মদিনকে শ্রদ্ধা জানানোর জন্য দাসপুর ১ ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চেচুয়া গ্রাম , বাঁশখাল, উত্তর গোবিন্দ নগর গ্রামের পলাশপাই নদী সংলগ্ন দুই পারে বৃক্ষরোপনের কর্মসূচি গ্রহণ করলেন ওই শিক্ষক। তাঁর ওই কর্মসূচি পালনে সহযোগিতা করে প্রাইভেট টিউটর সুদর্শন সামন্ত।  তবে মহাদেববাবুর এটাই বৃক্ষ রোপনের প্রথম কর্মসূচি নয়। যখনই তিনি সুযোগ পান গাছ লাগাতে ছাড়েন না। আজ পলাশপাই খাল সংলগ্ন এলাকায় গাছ লাগানোর বিষয়ে বলেন,     পলাশপাই নদী কাটাই এর পূর্বে নদীর দুই ধারে নানান ধরনের ফল ও ফুলের গাছ এলাকাবাসীকে সুশীতল ছায়া দান করেছিল।  সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। এদিন তাঁর গাছ লাগানো দেখতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক রেবতীমোহন পাত্র-সহ অনেকেই।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!