চাইল্ডলাইনের উদ্যোগে বীরসিংহে নাবালিকা বিয়ে নিয়ে সচেতনতা শিবির

তৃপ্তি পাল কর্মকার: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। সেই বিদ্যাসাগরের গ্রামেই নাবালিকা বিয়ে রদ নিয়ে সেমিনার করল চাইল্ডলাইন। আজ ৫ ফেব্রুয়ারি বিদ্যাসাগরের নিজ হাতে প্রতিষ্ঠিত ভগবতীদেবী হাইস্কুলে নাবালিকার বিয়ের নানা সামাজিক সমস্যা ও  আইনি দিকগুলি নিয়ে ব্যাখ্যা করেন ঘাটাল মহকুমার পুলিস আধিকারিক কল্যাণ সরকার, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ওই স্কুলের টিআইসি শক্তিপদ বেরা প্রমুখ। চাইল্ডলাইনের  ঘাটাল মহকুমা সেন্টার হেড প্রদীপ শাসমল বলেন, এছাড়াও শিশুর অধিকার এবং ‘গুড টাচ ও ব্যাড টাচ’ নিয়ে ওই সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়।

গ্রামেগঞ্জে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক  পার হলেই সাধারণত বিয়ের তোড়জোড় শুরু হয়। তাই এদিন ওই স্কুলে ওই অনুষ্ঠানটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। পড়ুয়ারা এদিনের অনুষ্ঠান থেকে বিশেষ ভাবে সমৃদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!