এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বামপ্রার্থীর প্রচারে ব্যাপক সাড়া, উৎসাহিত কর্মীরা

Published on: April 21, 2019 । 4:24 PM

নিজস্ব সংবাদদাতা: গ্রীষ্মের প্রখর উত্তাপকে উপেক্ষা করে ঘাটাল লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলীর সমর্থনে ভোটের প্রচার চলছে। রোদের প্রচণ্ড তাপ প্রচারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি। আজ ২১এপ্রিল ঘাটাল বিধানসভা এলাকার ঘোলসাইমোড় থেকে মহারাজপুর, চকলছিপুর, কালিচক এলাকায় প্রচার চলছে। প্রার্থীকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে এলাকার সাধারণ মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। প্রার্থীও জায়গায় জায়গায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এদিন প্রার্থী সঙ্গে ছিলেন সিপিএম নেতা অশোক সাঁতরা,উত্তম মণ্ডল, প্রাক্তন বিধায়ক রতন পাখিরা প্রমুখ।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad