নিজস্ব সংবাদদাতা: দাসপুর-২ ব্লকের বেশ কয়েকজন তৃণমূল ও সিপিএমের শিক্ষক সংগঠনের সদস্য
বিজেপির টিচার্স সেলে যোগদান করলেন। ২৪আগস্ট দাসপুর-২ ব্লকের কুল্টিকুরি ক্ষীরোদাময়ী হাইস্কুলে বিজেপির শিক্ষক সংগঠনের একটি সভা ছিল। সেখানেই ওই ব্লকের বিভিন্ন স্কুলের ৬০ জন শিক্ষক-শিক্ষিকা বিজেপির শিক্ষক সংগঠনে যোগ দেন বলে জানান সংগঠনের দাসপুর-২ ব্লকের ইনচার্জ চিন্ময় চক্রবর্তী। তিনি বলেন, দীর্ঘ দিন থেকে শিক্ষক-শিক্ষিকারা বিভিন্ন রকম অবহেলা ও লাঞ্ছনার শিকার হয়ে আসছেন তারই প্রতিবাদে তাঁরা আমাদের সংগঠনের সদস্যপদ গ্রহণ করেছেন। সেই সঙ্গে এদিন ওই স্কুলের ১৬ জন শিক্ষক-শিক্ষিকা একসঙ্গে বিজেপির শিক্ষক সংগঠনের সদস্যপদ গ্রহণ করায় ওই স্কুলে সংগঠনের একটি ইউনিটও খোলা হয়। শিক্ষক-শিক্ষিকাদের তৃণমূল শিক্ষক সংগঠন ছেড়ে বিজেপির শিক্ষক সংগঠনে যোগ দেওয়ার বিষয়টি জানা নেই বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ঘাটাল মহকুমার আহ্বায়ক সুজিত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের সংগঠনের কোনও সদস্যই সংগঠন ছেড়ে যাননি। আসলে বিজেপির শিক্ষক সংগঠন কাল্পনিক তথ্য প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।