এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে তৃণমূলের সম্প্রীতি যাত্রায় সিপিএম ও বিজেপিকে তোপ তৃণমূলের

Published on: November 8, 2019 । 8:42 PM

শ্রীকান্ত ভূঁইয়া: দাসপুরে তৃণমূলের সম্প্রীতি যাত্রায় দেশজুড়ে অর্থনৈতিক মন্দা, এন.আর.সি. ও  অপপ্রচারের বিরুদ্ধে সিপিএম ও বিজেপিকে আক্রমণ তৃণমূলের। আজ ৮ নভেম্বর দাসপুরের নন্দনপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে বারাসাত ফুটবল ময়দান  থেকে তেমনি ঘাট পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার পদযাত্রা করে তৃণমূল নেতৃত্ব ও সমর্থকরা। আজকের এই সম্প্রীতি যাত্রায় উপস্থিত ছিলেন দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল কুমার ভৌমিক, গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণ সামন্ত সহ একাধিক নেতৃত্ব। এই যাত্রায় মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।