আকাশ দোলই:শ্বশুর বাড়ি এসে বাইক খোয়ালেন জামাই,লজ্জায় মাথা হেঁট শ্বশুরের। ঘটনা দাসপুর থানার সুলতানগরের। হুগলীর খানাকূল থেকে দাসপুরের সুলতাননগরে আশিস চক্রবর্তীর বাড়ি এসেছিলেন বাড়ির জামাই মতিলাল চক্রবর্তী। আজ ২১ শে মার্চ সকালে সামনেই সুলতানগর বাজারে শালা অয়নকে নিয়ে বাজার করতে যান বাজারের একপাশে বাইক রেখে। বাজার করে ফিরে দেখেন বাইক হাওয়া!
অনেক খোঁজা খুঁজির পরেও সে বাইকের না হদিশ মিলতে জামাই দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন। বাড়ির জামাই,কাজে ব্যস্ততার কারণে তেমন শ্বশুরবাড়ি এমনিতে আসে না,সেই জামাইয়েরই কিনা শ্বশুর বাড়ি এসে বাইক চুরি! লজ্জায় মাথা হেঁটে বাড়িসুদ্ধ সবার।
তবে জামাই মতিলাল হাল ছাড়াতে নারাজ,পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি তিনি একটি ভিডিও বার্তাও দিয়েছেন বাইক ফিরে পেতে। দেখুন সে ভিডিও…