এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

শিশুমেলা কোনও রাজনৈতিক দলের মেলা নয়, সাধারণ মানুষের মেলা: দেব

Published on: January 10, 2023 । 9:39 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল উৎসব ও শিশুমেলায় মঞ্চে আমন্ত্রিত অতিথিদের মধ্যে স্থান পান না খোদ ঘাটালের বিধায়ক শীতল কপাট। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] গতবছর সেই নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। বিধায়ক নিজেও সে নিয়ে সরব হয়েছিলেন। এবছর কী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ডাক পাবেন ঘাটালের বিধায়ক? গত বছর কেন তাঁকে ডাকা হয়নি? এমন একাধিক প্রশ্ন করা হয় ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেবকে)। তার উত্তরে দেব বলেন, এটা কোনও রাজনৈতিক মেলা নয়। অতিথি হিসেবে সবাইকেই আমন্ত্রণ করা দরকার বলে আমার মনে হয়। এমনকি মঞ্চে কোনও দলেরই পতাকা থাকবে না। কারণ এই মেলা ঘাটালবাসীর জন্য। সমস্ত দলের মানুষ থেকে সাধারণ মানুষ সবাই থাকতে পারে এই মেলায়। দেব নিজে শীতল কপাটকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করবেন বলে তিনি ক্যামেরার সামনে জানান। সেইসঙ্গে তাঁর প্রতিনিধি রামপদ মান্নাকেও বিষয়টি দেখার জন্য বলেন।

৯ জানুয়ারি দাসপুর থানার চাঁইপাট ও সোনাখালিতে দেব এসেছিলেন। সোনাখালিতে এসে দিব্যাঙ্গদের হাতে সহায়ক সরঞ্জাম তুলে দেন এবং তারপর চাঁইপাটে এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব এই কথা জানিয়েছেন।

উল্লেখ্য, গতবছর ঘাটাল উৎসব শিশুমেলায় ঘাটালের বিধায়ককেই ডাকা হয়নি। অথচ ওই একই মঞ্চে ঘাটাল মহকুমার অন্য দুই ব্লক দাসপুর ও চন্দ্রকোণার বিধায়কেরা উপস্থিত ছিলেন। তাই এবছর শিশুমেলায় কী হবে তা নিয়ে আগ্ৰহী সবাই।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঘাটাল মহকুমার সবথেকে বড় মেলা ঘাটাল উৎসব ও শিশুমেলা। যে মেলাটির জন্য শুধু ঘাটাল শহরের মানুষ নয়, ঘাটাল মহকুমা এবং মহকুমার বাইরেরও বহু মানুষ মুখিয়ে থাকেন মেলায় আসার জন্য। ২৫ জানুয়ারি পর্যন্ত মেলাটি চলবে। ১০ দিনের মেলায় বিকিকিনি ছাড়াও থাকছে রঞ্জিত মল্লিক, কুমার শানু, মোনালি ঠাকুরের মতো একঝাঁক জনপ্রিয় সব শিল্পীদের অনুষ্ঠান।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now