এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নতুন পুরাতন দলীয় নেতা কর্মীদের মান ভঞ্জনে ঘাটাল দাসপুরের বিধায়করা

Published on: March 15, 2020 । 8:40 PM

“বাংলার গর্ব মমতা” কর্মসূচীর তৃতীয় ধাপ। দলীয় নেত্রী তথা দিদির দেওয়া নির্দেশ মেনে আজ রবিবার ১৫ মার্চ ঘাটালের বিধায়ক শংকর দোলই উদ্যোগ নিলেন দলের প্রাক্তন সদস্যদের ফেরে কাছে টানতে। আজ বিধায়কের উদ্যোগে,ঘাটাল ব্লক তৃণমূল কার্যালয়ে প্রাক্তনীদের পুনর্মিলন কর্মসূচী পালিত হল। এই উপলক্ষে দুপুরে মধ্যহ্নভোজনে বিধায়ক শঙ্কর দোলই কে দেখা গেল দলের পুরাতন কর্মীদের খেতে বসিয়ে পাতা দিয়ে তাতে ভাত ডাল তরিতরকারি পরিবেশন করতে।

দলের নতুন পুরানো সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার নিয়ে বিশেষ সভা করল দাসপুর তৃণমূলও। দাসপুর গঞ্জে আজকের এই সভায় দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা,দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, দলের দাসপুর-১ ব্লক সভাপতি সুকুমার পাত্র, দাসপুর-২ ব্লক সভাপতি সুকুমার পাত্র, তৃণমূল নেতা মোতিন আনসারি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now