নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: বেশ কয়েক দফা দাবিতে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিকের কাছে স্মারকলিপি দিল ভারতীয় জনতা কিষাণ মোর্চার ঘাটাল সাংগঠনিক জেলা। উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার রাজ্য সদস্য কালীপদ সেনগুপ্ত, কিষাণ মোর্চার জেলা সভাপতি গণেশচন্দ্র মান্না সহ অন্যান্য কার্য্যকর্তারা। কালীপদবাবু বলেন, এদিন এসডিপিওর কাছে ঘাটাল থেকে পাঁশকুড়া পর্যন্ত দিনের বেলায় ভাবি লরি চলাচল বন্ধ করে তার বদলে রাত্রি ৯টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত দুর্ঘটনা এড়াতে লরি চলাচলের ব্যবস্থা করার দাবি জানানো হয়। সেই সঙ্গে ঘাটাল থেকে মেচোগ্রাম রাস্তা সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করা, অবৈধভাবে গতিপ্রবণ গাড়িগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। দাবিগুলি এসডিপিও সচেতনভাবে মানবিক দৃষ্টিতে শুনেছেন এবং উনি জেলা পুলিশ আধিকারিকের সাথে কথা বলেই প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি বলেন, আমরা কুড়ি দিন সময় দিয়েছি যদি না হয় মহকুমা শাসক থেকে শুরু করে এস পির নিকট আগামী দিনে বৃহত্তর ভাবেই ডেপুটেশন আন্দোলন করব।