দাসপুরে বিজেপির ছাত্র সংগঠনে বহু ছাত্রছাত্রীর যোগদান,অস্বীকার তৃণমূলের

সৌমেন মিশ্র: দাসপুর জুড়ে ক্রমাগত করোনা সংক্রমণ ও বন্যার ক্রমশ অবনতিতে নাজেহাল প্রশাসন। তারই মাঝে আজ শুক্রবার তৃণমূল ছাত্র সংগঠনে বড়সড় ভাঙন ধরাতে সক্ষম বলে দাবি বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। এবিভিপির দাসপুর শাখার পক্ষে অনুভব মিশ্র জানান,শুধু নাড়াজোল রাজকলেজেই বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রায় ৫০ জন সদস্য আজ তাঁদের সংগঠনে যোগ দিয়েছেন।

নবাগতদের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যই বেশি।দাসপুরের সরবেড়িয়া ১ গ্রাম পঞ্চায়েত এলাকারও বিভিন্ন কলেজের প্রায় ২০ জন ছাত্রছাত্রী এবিভিপি এর সদস্য পদ নিয়েছেন।

তবে বিজেপির ছাত্র সংগঠনের এই দাবি উড়িয়ে দিয়েছেন দাসপুরের তৃণমূলের দাপুটে যুব নেতা ও পূর্ত কর্মাধ্যক্ষ কুমারেশ ভুঁইঞা। তাঁর বক্তব্য,নাড়াজোল রাজ কলেজে বিজেপির এই ছাত্র সংগঠন কোনো খাতাই খুলতে পারেনি। তাদের সংগঠনে যোগ দেওয়া তো দূরের কথা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!