অরুণাভ বেরা:আসন্ন পুরসভা নির্বাচনে জোট রাজনীতির সমীকরণে এক হচ্ছে সিপিএম ও কংগ্রেস। ১ মার্চ আনুষ্ঠানিকভাবে ঘাটাল টাউনহলে ওই দুই দলের কর্মী সভা হবে। ওই দিন একটি রাজনৈতিক যৌথ মঞ্চ তৈরি হবে। সব ওয়ার্ডে একা লড়াই করার মতো অবস্থায় নেই সিপিএম ও কংগ্রেস। তাই একসময়ের প্রবল শত্রু দুই দল এক মেরুকরণে এসেছে। কংগ্রেস নেতা অশোক সেনগুপ্ত বলেন, ওই দিন যৌথ মঞ্চের নাম ঘোষণা করা হবে। কী ভাবে ১৭ টি ওয়ার্ডে আসন ভাগ করা হবে জানতে চাইলে তিনি বলেন, এখনো চূড়ান্ত কিছু হয়নি।
সিপিএম জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অশোক সাঁতরা বলেন, কয়েকদিনের মধ্যে পরিষ্কার চিত্র দেখা যাবে। আমাদের বুথ কমিটি সব ওয়ার্ডে তৈরি হয়েছে।
এখনও পর্যন্ত দুই দলের মিটিংয়ে আসন সমঝোতা বিষয়ে পাকাপাকি কোনও সিদ্ধান্ত হয়নি। তবে সূত্রের খবর, বোঝাপড়া ও শক্তির ভিত্তিতে আসন ভাগ হবে। কয়েকটি ক্ষেত্রে যৌথ মঞ্চে নামে প্রার্থী দেওয়া হবে।
এদিকে বিজেপি নেতা জগন্নাথ গোস্বামী ফেব্রুয়ারি ২৯ তারিখে ফের জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেসের পুরানো গোষ্ঠীদ্বন্দ্বের কথা মনে করিয়ে দিলে অশোকবাবু বলেন ,এই সবের কোন প্রশ্নই আসে না।
দুই দলের নেতৃত্ব তাদের কর্মসূচি, প্রার্থী তালিকা কয়েকদিনের মধ্যে ঘোষণা করবে বলে জানিয়েছে।