সৌমেন মিশ্র:কেন্দ্রের কৃষি বিলের প্রচারে দাসপুর ১ ব্লকের রাজনগরের মাঠে কৃষকদের মাঝে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি এর ছাত্ররা। বুধবার বিকেলে কেন্দ্র সরকারের কৃষি বিলকে সমর্থন করে ওই এলাকার জমিতে চাষরত কৃষক দের উত্তরীয় পরিয়ে বরণ করে সম্মান জানানোর পাশাপাশি ওই কৃষকদের হাতে কীটনাশক তুলে দেন ওই ছাত্র সংগঠনের সদস্যরা। ছাত্র নেতারা জানান কৃষকদের উৎসাহ দেওয়ার পাশাপাশি কৃষকরা যাতে আনন্দের সাথে এই বিল কে সমর্থন করেন সেই লক্ষ্যেই তাঁদের এই উদ্যোগ। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন এ বি ভি পি এর ছাত্র নেতা দাসপুর নগরের সম্পাদক ও রাজ্য আন্দলন সমিতি সদস্য অনুভব মিশ্র,আন্দলন সমিতি জেলা কনভেনার জয়ন্ত জানা,সহ সম্পাদক রমেশ সামই ও আরো অনেকে।