এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আরামবাগ লোকসভার চন্দ্রকোণায় মিছিল থেকে ফেরার পথে বিজেপির কর্মী সমর্থকদের উপর হামলা

Published on: April 21, 2019 । 12:22 PM

২০ শে এপ্রিল শনিবার রাতে প্রচার সেরে ফেরার পথে মিছিলে অংশগ্রহণকারী বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠল শাসক দললের বিরুদ্ধে। চন্দ্রকোণা থানার ঝাঁকর এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন রায়ের সমর্থনে এদিন বিকেলে চন্দ্রকোণা -২ নম্বর ব্লক এলাকায় একটি মিছিল বের করা হয়। এই মিছিল শেষে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতী রাতের অন্ধকারে বিজেপির কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। শুধু তাই নয় তাদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। এর জেরে বেশ কয়েকজন বিজেপি কর্মীর আহত হওয়ারও খবর মিলেছে। পরে ঘটনা স্থলে চন্দ্রকোণা থানার পুলিস পৌঁছলে পরিস্থিতি আয়ত্বে আসে।

তবে চন্দ্রকোণা-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ঝাঁকরা এলাকার তৃণমূলের নেতা হীরালাল ঘোষ বিজেপির এই অভিযোগ উড়িয়ে দেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭