গতকাল বিজেপির জনসভা ছিল পূর্ব মেদিনীপুর জেলা কাঁথির পদ্মপুকুরিয়ার মাঠে।। সেই জনসভায় প্রধান বক্তা ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ। সেই জনসভায় যাওয়া ও আসার পথে বিজেপি সমর্থকদের বাস,ট্রেকার ভাঙচুর করারা অভিযোগে আজ ঘাটাল পাঁশকুড়া সড়কের সুলতাননগরে বিজেপির পক্ষে পথ অবরোধ করা হয়। সেই ভাঙচুরের জন্য শাসক দল তৃণমূলকে দায়ি করা হয়। আজ বিকেলের এই পথ অবিরোধে অংশ নেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য, জেলার যুব মোর্চার সভাপতি রাজু আড়ি প্রমুখ। বিজেপির পক্ষে এদিন বিকেলে প্রায় তিন’শ কর্মী সমর্থক এই পথ অবরোধে অংশ নেয়। পরে পুলিসের হস্থক্ষেপে পথ অবরোধ ওঠে।
বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে ঘাটাল পাঁশকুড়া সড়কে বিজেপির পথ অবরোধ
By সৌমেন মিশ্র
Published on: January 30, 2019 । 6:55 PM











