এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে তৃণমূলকে সরাসরি আক্রমণ বিজেপির

Published on: December 23, 2018 । 1:28 PM

আজ ২৩ ডিসেম্বর দাসপুর-২ ব্লকের ভুঁঞ্যাড়াতে বিজেপির একটি জনসভা ছিল। সেই জনসভায় উপস্থিত ছিলেন  জয় বন্দ্যোপাধ্যয়,শমীক ভট্টাচার্য, অন্তরা ভট্টাচার্য প্রমুখ।  সেই সভায় তৃণমূলকে একে একে সবাই কড়া ভাষায় আক্রমণ করেন।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

বিজেপির নেতারা বলেন, গ্রামপঞ্চায়েত স্তর থেকে রাজ্য পর্যন্ত সব ক্ষেত্রেই তৃণমূল দুর্নীতি চালাচ্ছে। উন্নয়নের থেকে নেতাদের পকেটে উন্নয়নের খাতের টাকা যাচ্ছে। গ্রামপঞ্চায়েতগুলি তৃণমূলের দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়ে গেছে।  তৃণমূল না করলে গ্রামপঞ্চায়েত এবং পুরসভা থেকে সাধারণ সুযোগ সুবিধেগুলিও পাওয়া যায় না।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad