এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জঙ্গল মহলে এসে বিজেপিকে কটাক্ষ করে শিক্ষা দিয়েগেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী

Published on: December 12, 2018 । 3:37 PM

ঝাড়গ্রামে আদিবাসী নৃত্য,সঙ্গীত ও বাদ্যযন্ত্র বাদনের প্রতিযোগিতামূলক বার্ষিক অনুষ্ঠানে যোগদিতে এসে আজ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়  বিভিন্ন রাজ্যে বিজেপির খারাপ ফলনিয়ে কড়া সমালোচনা করলেন।

আরও পড়ুন- আর কোনো বাধাই রইল না,বালিচক উড়ালপুল এখন সময়ের ধৈর্য মাত্র

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে পার্থবাবু বলেন, সবাইকে বলি শান্তি রাখতে হবে ভেঙে হবেনা যারা ভাঙতে চেয়েছিল তারা গতকাল থেকে গুরিয়ে যাচ্ছে। বিজেপির জন বিরোধী নীতি,গায়ের জোরের নীতি কেন্দ্রীয় সংস্থা গুলিকে দল দাসে পরিনত করা গায়ের জোর সাধারন মানুষের কৃষকের,বেকার যুবক থেকে শুরু করে সব জায়গায় দুর্বিসহ করা এমনকি রান্না ঘরেও আগুন লাগিয়ে দিয়েছে তারই ফল হয়েছে। মানুষের কন্ঠ তো জোর করে চেপে রাখা যায়না। ২০১৯ পর্যন্ত বিজেপির কি হয় সেটা দেখুন।

আরও পড়ুন- ক্রিকেট নিয়েই এগোতে চায় বসন্তকুমারীর ছাত্রী সুদেষ্ণা

পাপড়ি টাপড়ি ছড়িয়ে কিছু লাভ নেই, অনেক গোলা গুলি চালিয়েছে কিন্তু তারা লাভ করতে পারেনি মানুষ চায় শান্তি,সম্প্রীতি সংহতি একসঙ্গে থাকতে একসঙ্গে বাঁচতে একসঙ্গে উন্নয়নের স্বাদ বহন করতে। মুখ্যমন্ত্রীর এই চেষ্টা কে বিশ্ববাংলায় পরিনত করবার লক্ষে সদা জাগ্রত থাকি ,পাশে থাকি।’
পার্থবাবুর এই বার্তায় রাজ্য বিজেপি এখন কী প্রত্যুত্তর দেয় সেটাই দেখার।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭