এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

এসএফআইয়ের আন্তরাজ্য জাঠা

Published on: August 21, 2022 । 2:58 PM

শুভম চক্রবর্তী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজ, শিক্ষাঙ্গন [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দুর্নীতিমুক্ত করণ সহ একগুচ্ছ ইসুকে সামনে রেখে আন্তরাজ্য জাঠ যাত্রা শুরু করেছে বামপন্থী সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার সদস্যরা। সারা দেশ জুড়ে যাত্রা শুরু করা ছটি জাঠার মধ্যে চলতি মাসের ১২তারিখ পাটনা থেকে যাত্রা শুরু করা জাঠার সদস্যরা আজ ঘাটাল এসে পৌঁছায়। আজঘাটালের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে একটি সভাও করে এই যাত্রাপথে অংশগ্রহণকারী এসএফআইয়ের সদস্য ও ঘাটালের এসএফআই এবং অন্যান্য বামপন্থী দলগুলির সদস্যরা। আগামী মাসের ২ তারিখে কলকাতার কলেজ স্ট্রিটে হবে এই জাঠা যাত্রা পথের সমাপ্তি অনুষ্ঠান। ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড তথা ঘড়ি মোড় চত্বরে আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন এসএফআইয়ের কেন্দ্রীয় কমিটির সদস্যরা নিবেদিতা চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক প্রসেনজিৎ মোদি এবং উড়িষ্যা রাজ্য কমিটি সম্পাদক স্ট্যালিন লিঙ্কা। ঘাটালের পথসভার পর এই জ্যাঠা পৌঁছাবে মেদিনীপুর শহরে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।