এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের রেশন ডিলারকে অপসারণের দাবি তুলে বিক্ষোভ মিছিল

Published on: July 5, 2021 । 9:37 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল:দাসপুর থানার উত্তরবাড়ে দুর্নীতিগ্রস্ত রেশন ডিলারের দৃষ্টান্তমূলক শাস্তির বিক্ষোভ মিছিল করল তৃণমূল। আজ৫ জুলাই তৃণমূল নেতা অনিরুদ্ধ আলাম, তন্ময় সাহার নেতৃত্বে পোস্টার সহকারে গোপীগঞ্জ বাজার জুড়ে ওই মিছিল হয়।
অভিযোগ উত্তরবাড়ের রেশন ডিলার হাফিজুর রহমান উদ্দেশ্য প্রণোদিত ভাবে উপভোক্তাদের কম মালপত্র দিতেন। ওজনে কম মাল দেওয়ারও অভিযোগ রয়েছে। বহু উপভোক্তার মাল গায়েব করা, রেশনের মাল পাচার করার করার অভিযোগ রয়েছে ওই রেশন ডিলারদের বিরুদ্ধে।
৩জুলাই ওই রেশন ডিলারকে গাড়িতে করে অন্য জেলায় মাল পাচার করার সময় স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেন। এখনও পর্যন্ত ওই দুর্নীতিগ্রস্ত রেশন ডিলারের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না কেন তারই প্রতিবাদে আজ গোপীগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রামবাসীরা একত্রিত হয়ে,গোপীগঞ্জ কালীতলা থেকে খেপুত দক্ষিণবাড় গ্রাম পঞ্চায়েত পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় বিক্ষোভ মিছিল করেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।