মনসারাম কর: একই রাতে ঘাটাল থানার বলরামপুর এবং আনন্দপুরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, ১৫ ডিসেম্বর রবিবার গভীর রাতে ঘাটাল থানার আনন্দপুরে বিজেপির এক পার্টি অফিস ভাংচুর করা হয় ও বুথ সভাপতি মানিক মণ্ডলের বাড়িতে চড়াও হয় তৃণমূলের লোকজন। বাড়িতে ঢুকে মানিক মণ্ডলকে ব্যাপক মারধর করে তার পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। রাতেই তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে ওই রাতেই রাত ২ টো নাগাদ আনন্দপুরের পাশের গ্রাম বলরামপুরের প্রসেনজিৎ কারক নামে হিন্দু জাগরণ মঞ্চের এক কর্মকর্তার বাড়িতে হামলা চলে। প্রসেনজিৎ কারকের বাড়িতে থাকা ধান এবং জ্বালানি সহ বেশ কিছু জিনিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি একটি মোটর বাইককেও পুড়িয়ে দেওয়া হয়, যদিও তৃণমূলের দাবী ওই মোটর বাইকটি তৃণমূলেরই এক কর্মির। ঘাটাল উত্তর মন্ডলের সভাপতি তারক বেরা বলেন, হুগলি থেকে তৃণমূল গুন্ডাবাহিনী নিয়ে এসে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে, এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রত্যক্ষ মদত দিচ্ছে, আমরা খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করব। এই নিয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ মাজী বলেন, গভীর রাতে ওখানে কিছু ঝামেলা হয়েছে বলে শুনেছি, যে বাইকটি পুড়িয়ে দেওয়া হয়েছে সেটি তৃনমূল কর্মীর। তবে কে বা কারা করেছে তার বিস্তারিত কিছু রিপোর্ট এখনও পাইনি, খোঁজ নিচ্ছি। প্রসঙ্গত, কয়েক দিন আগেই আনন্দপুর-বরমপুরের পাশের এলাকা মনসুকাতেও রাতের অন্ধকারে মুখ ঢাকা দেওয়া কিছু বাইক আরোহীকে রাস্তায় সন্দেহ জনকভাবে ঘোরাফেরার ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এলাকায় এখন পুলিশ টহল চলছে।