রামজীবনপুর পুরসভা তৃণমূলের হাতছাড়া হতে চলেছে

অসীম বেরা: রামজীবনপুর পুরসভা তৃণমূলের হাতছাড়া হতে চলেছে। আজ ৩ সেপ্টেম্বর ওই পুরসভার

তৃণমূলের কাউন্সিলার তথা   ওই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শিবরাম দাস বিজেপিতে যোগদান করেছেন।  শিবরামবাবু যোগদানের ফলেই সংখ্যা তত্ত্বের হিসেবে তৃণমূলের বোর্ড সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।  হিসেব অনুযায়ী, বিজেপি এবার অনাস্থা আনলেই তৃণমূল ক্ষমতাচ্যুত হবে। রামজীবনপুর পুরসভার মোট আসন ১১টি। ২০১৫ সালের পৌর নির্বাচনে ওই পুরসভায় সিপিএমের সঙ্গে বিজেপির অঘোষিত জোট হয়। ফলাফলে দেখা যায় ১১টি আসনের মধ্যে তৃণমূল পায় পাঁচটি। ওই জোট ছ’টি আসন পায়। জোটের ছ’টি আসনের মধ্যে বিজেপি  দুটি ওয়ার্ড থেকে জেতে। সিপিএম তাদের প্রতীকে কোনও আসনে জয়লাভ করতে পারেনি। বোর্ডগঠনের আগে বিজেপি-সিপিএমের জোটের নির্দল এক প্রার্থী শিউলি সিংহভট্টাচার্য  তৃণমূলে যোগদান করলে তাঁকে ভাইসচেয়ারম্যান করা হয়। আজ  ওই পুরসভার ২০১০ থেকে ২০১৫ টার্মের তৃণমূল পরিচালিত ওই পুরসভার চেয়ারম্যান এবং বর্তমান কাউন্সিলার শিবরামবাবু বিজেপিতে যোগদান করায় গেরুয়া শিবির আবার সংখ্যাগরিষ্ঠতা পেল।   তৃণমূলের দলত্যাগী ওই কাউন্সিলার বলেন, তৃণমূলের স্বজনপোষণ ও দুর্নীতির জন্যই আমি দল ছাড়তে বাধ্য হলাম। এদিকে তৃণমূল নেত্রী তথা চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক ছায়া দোলই ওই দলত্যাগকে ব্যঙ্গ করে বলেন, এর জন্য আমাদের কোনও ক্ষতি হবে না। গত লোকসভা ভোটের পর এরকম অনেকেই দল ছাড়ছেন আবার ফিরেও আসছেন। রামজীবনপুরের এক বিজেপি নেতা বলেন, ২০২১-এ তৃণমূলের পতন সুনিশ্চিত। তার সূত্রপাত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!