এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আমাকে পাগল করার চেষ্টা হয়েছে: বিস্ফোরক আনিসুর রহমান

Published on: December 15, 2018 । 1:35 PM

দাসপুরের খুকুড়দহ বাজারে বিজেপি’র পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে এক হাত নিলেন বিজেপি নেতা আনিসুর রহমান৷ বিজেপি যুব মোর্চার ডাকে এদিন ওই পথ সভার আয়োজন করা হয়৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি বিভিন্ন ইস্যুতে কটাক্ষের সুরে বর্তমান সরকারের সমালোচনা করেন৷ পরিকল্পনা করে তাঁকে জেল ভরা হয়েছিল, এমন কী তাকে পাগল করার চেষ্টা হয়েছে এমনি সব অভিযোগ শোনা গেলো বিজেপি নেতার মুখে৷ বর্তমান সরকার মুসলিম সমাজের জন্য কিছু করেননি, বদলে মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে বলেও এদিন মন্তব্য করেন তিনি৷

বান্টি

▪️সাংবাদিক▪️ঘাটাল মহকুমা▪️৭০০১২৭৮১২৪