এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভোটের ফলে বাহুবল বাড়িয়ে চন্দ্রকোণায় শুরু রাজনৈতিক সন্ত্রাস

Published on: May 26, 2019 । 9:52 AM

তৃণমূলের অঞ্চল প্রধান সহ একাধিক তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।ঘটনাটি ঘটে চন্দ্রকোনা থানার ২ নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের অভিযোগ শনিবার সকাল নাগাদ বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক এলাকার তৃণমূলের অঞ্চল প্রধান শংকর ঘোষ সহ একাধিক তৃনমূল সমর্থকদের বাড়িতে ভাঙচুর করে, এমনকি এলাকায় সন্ত্রাস চালানোর জন্য বোম প্রর্যন্ত ফাটায় তারা।

এ ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার ওসি প্রশান্ত পাঠকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী যায় এলাকায় ।পুলিশ সূত্রে জানাযায় বেশ কিছু মোটরবাইক এলাকা থেকে আটক করা হয়েছে অভিযুক্ত দের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। প্রধান শংকর ঘোষ বলেন” রেজাল্ট বেরোনোর পর থেকে বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হুমকি দেওয়া শুরু করে, এলাকার তৃণমূল কার্যালয়ে চাবি দিয়ে দেয় তারা, এবং তৃণমূল কর্মী সমর্থকদের মারধর বাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেই চলেছে, এমনকি এলাকার মহিলাদের ও প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। আমরা চাই অবিলম্বে দুষ্কৃতিকারীদের পুলিশ গ্রেপ্তার করুক।এ বিষয়ে চন্দ্রকোনার বিজেপির দক্ষিণ মন্ডল সভাপতি রাজীব পাল বলেন “বিজেপি কর্মী সমর্থক এই ঘটনায় জড়িত নয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭